ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ত্রিপুরায় বিক্ষিপ্ত গোলযোগের মধ্যে শেষ হল বিধানসভা নির্বাচন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

ত্রিপুরায় বিক্ষিপ্ত গোলযোগের মধ্যে শেষ হল বিধানসভা নির্বাচন

ত্রিপুরায় বিক্ষিপ্ত গোলযোগের মধ্যে শেষ হল বিধানসভা নির্বাচন

ভারতের ত্রিপুরায় আজ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে।

আজ (বৃহস্পতিবার) ৬০ আসন সমন্বিত ত্রিপুরায় নির্বাচনে সিপিএম, বিজেপি এবং তিপ্রামোথা দল জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।আজ বিকেল ৪টা পর্যন্ত ৮১.১০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহণ করা করা হয়েছে বলে জানিয়েছিল। কিন্তু বিরোধী বাম-কংগ্রেস জোট এবং তৃণমূলের পক্ষ থেকে রাজ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর এবং সহিংসার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ত্রিপুরার বিজেপি এবং কংগ্রেসকে নোটিস পাঠিয়েছে মুখ্য নির্বাচনী কর্মকর্তা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কংগ্রেস এবং বিজেপির তরফে দলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করে টুইট করার অভিযোগ এনেছে  নির্বাচন কমিশন। 

আজ ত্রিপুরার বক্সনগরে সিপিএমের আঞ্চলিক সম্পাদকের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে বাম নেতার উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। অমরপুরের নতুন বাজারে সিপিএমের পোলিং এজেন্ট রাজীব মজুমদারের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।   

ত্রিপুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও কালেক্টর সুমিত লোধ বলেন ‘৩৩ কাকরাবান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩ থেকে ৪ নম্বর ভোটকেন্দ্রে হাতাহাতির খবর পাওয়া গেছে। সেক্টরের ম্যাজিস্ট্রেট এই বিষয়টি খোঁজ নিয়েছেন। মামলা দায়ের হয়েছে। ’ আজ সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন,  ‘আমরা শান্তিপূর্ণ ভোট চাই। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করছেন যে আমার সামনে কী চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জটা হল কংগ্রেস ও বামের জোট বেঁধেছে, এই জোট যেন শান্তি বজায় রাখে। আমি আমার দলের কর্মীদের বলেছি,  ওরা (বিরোধীরা) প্ররোচনা দেবেই, ওদের কথায় পা দেবেন না৷ নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে৷’ 

সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন,  ‘রাজ্যের শাসকদল গতকাল রাতে বেশ কিছু জায়গায় অশান্তি করলেও কোথাও মানুষকে আটকাতে পারেনি। জয় হবে গণতন্ত্রের।’   

আজ বাম-কংগ্রেস জোটের প্রার্থী পবিত্র করের নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের সাবেক মন্ত্রী পবিত্র কর বলেন, ‘এই হামলা বিজেপি করেছে। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমি তা আগে কখনও দেখিনি। হামলার বিষয়টি দিল্লি পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’ সিপিএমের পক্ষ থেকে এ ব্যাপারে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ২ মার্চ।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে