ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চনা করছে, আর মিথ্যে কথা বলছে: মমতা বন্দ্যোপাধ্যায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চনা করছে, আর মিথ্যে কথা বলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চনা করছে, আর মিথ্যে কথা বলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। আর মিথ্যে কথা বলছে। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিসেবা প্রদানকে কেন্দ্র করে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘বিজেপি নেতারা (দিল্লিতে) গিয়ে বলছে, 'রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা দিও না। তাহলে মানুষ উপকৃত হবে, আমি কী করে ভোট চাইব! আমি বলি, তোমাদের লজ্জা থাকা উচিত। তার কারণ এগুলো মানুষের টাকা। এগুলো তোমাদের টাকা নয়। জনগণের কর থেকে টাকা তুলে নিয়ে যায় দিল্লি। আগে রাজ্য সরকার কর সংগ্রহ করত। এখন রাজ্য সরকার করে না। ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর) হয়ে যাওয়ার ফলে একটা কাপড় কিনতে গেলেও ‘জিএসটি’ কাটে। সেই টাকা পায় কেন্দ্রীয় সরকার। কিন্তু টাকাটা পেয়ে আমাদের রাজ্যের যে ভাগ, সেই ভাগটা পর্যন্ত দেয় না!’

মমতা আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে আরও বলেন, ‘অনেক গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার করছে না। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে টাকা দিচ্ছে না। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়। এটা রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে করে। আমাদের টাকা পণ্য ও পরিসেবা কর ‘জিএসটি’তে তুলে নিয়ে যায়, সেই টাকার যে ভাগটা দেয়, তাও আমাদের দেয় না। ১৭ লক্ষ নাম কেটে দিয়েছে।  আর বলছে একশো দিনের প্রকল্পের কাজ তারাই করবে, যাদের আধার লিঙ্ক আছে। গ্রামের লোকেরা আধার কার্ডের সাথে লিঙ্ক করবে? অনলাইন করবে? জীবনটাকেই অনলাইন করে দিচ্ছেন তো! জীবনটাকে সবাই অনলাইন করতে পারে? যাদের ক্ষমতা আছে তারা করতে পারে। জেলায় জেলায় ব্যাঙ্ক আছে অনেক গ্রামে? কত গ্রামে ব্যাঙ্ক নেই? কত ব্লকে ব্যাঙ্ক নেই? পোস্ট অফিস নেই। তাহলে অনলাইন করবে কোথা থেকে? মাথা থেকে না মুণ্ডু থেকে? একবার এটা চিন্তা করে দেখবেন না?’ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলাই একমাত্র রাজ্য, যেখানে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সব মানুষকে মালার মতো একসূত্রে গেঁথে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে