ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্বামীর সামনে লিওনার্দোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা জানালেন কেট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

স্বামীর সামনে লিওনার্দোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা জানালেন কেট

 স্বামীর সামনে লিওনার্দোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা জানালেন কেট

 হলিউড সিনেমা ‘টাইটানিক’-এ জুটি বাঁধার পর থেকেই ঘনিষ্ঠ বন্ধু হন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ও করেন।  তবে স্বামীর সামনে লিওনার্দোর সঙ্গে অন্তরঙ্গ হতে গিয়ে বিব্রতবোধ করেছিলেন কেট। সেই অভিজ্ঞতার কথাই এবার জানালেন তিনি।

২০০৮ সালে মুক্তি পায় স্যাম মেন্ডেস পরিচালিত ‘রেভোলিউশনারি রোড’। অই সিনেমায় ডিক্যাপ্রিওর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল উইন্সলেটকে। সে সময় তার স্বামী ছিলেন স্যাম মেন্ডেস।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণ করে কেট বলেন, ‘রেভুলিউশনারি রোড’এ স্বামীর সামনে ডিক্যাপ্রিওর সঙ্গে খোলামেলা দৃশ্যে খুব বিব্রত লাগছিল। আমি চরিত্রে মনযোগী হতে পারছিলাম না। ঐ একটি দৃশ্যের জন্য সাতবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। আমাকে স্বাভাবিক হতে ডিক্যাপ্রিও অনেক সাহায্য করেছে। অবশ্য স্যামও বিষয়টি সহজভাবেই নিয়েছিল।’

পরবর্তীতে কেট ও স্যামের সংসারজীবন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। সিনেমাটি মুক্তির দুই বছর পরই তাদের বিচ্ছেদ হয়। স্যাম মেন্ডেসের ব্যাপারে বিচ্ছেদের ব্যাপারে উইন্সলেট বলেন, ২০১০ সালে স্যামের সঙ্গে আমার বিচ্ছেদ হয়। আমাদের একটি সন্তান রয়েছে। আমরা দুজনেই আমাদের সন্তানকে অনেক ভালোবাসি। কোনো ঝামেলা ছাড়াই দুজনে মিলে সন্তানকে দেখভাল করছি।

এনবিএস/ওডে/সি