এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
সেন্সর ছাড়পত্র পেল ‘রং ঢং’
সেন্সর ছাড়পত্র তরুণ নির্মাতা আহসান সারোয়ারের দ্বিতীয় সিনেমা ‘রং ঢং’। তার প্রথম সিনেমার নাম ‘আমরা করবো জয়’। ২০১৪ সালের ঈদে মুক্তি পাওয়া শিশুতোষ এ চলচ্চিত্রটি সেসময় বিভিন্ন মহলে প্রশংসিত হয়।
‘রং ঢং’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা ভাষায় প্রকাশ করে বোঝানোটা একটু কঠিন ব্যাপার। সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর দায়িত্বটা যেন আরো বেড়ে গেলো। রংঢং সিনেমাটা শুধু আমার না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরো অনেকে। সবার কাছেই আমি কৃতজ্ঞ।’
সিনেমাটি মুক্তির দিন তারিখ এখন ঠিক হয়নি তবে খুব শিগগিরই মুক্তি দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্মাতা। এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডক্টর এজাজ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, সাদাফ, সোহেল মন্ডল প্রমুখ।
সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স, তাসনুভা প্রমূখ। তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমার নির্মাণ কাজ।
এনবিএস/ওডে/সি