এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
মারা গেছেন আলিফ লায়লার ‘সিন্দাবাদ’
হার্ট অ্যাটাক করে মারা গেছেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘আলিফ লায়লা’-র সিন্দাবাদখ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তিনি ভারতের সিনেমা, নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতেন।
১৭ ফেব্রুয়ারি একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। সেখানে হঠাৎ ‘প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে’ বলার পরই জ্ঞান হারান তিনি। এর পর তাকে দ্রুত ‘কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতাল’-এ নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনেওয়াজ।
ঘটনাচক্রে হাসপাতালে থাকা অভিনেত্রী সুরভি তিওয়ারি গণমাধ্যমে জানান, ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। অভিনেতা শাহনেওয়াজকে তার ভাইয়ের পাশের বেডে রাখা হয়। তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না।
সুরভি অভিনেতার পরিবারের বরাত দিয়ে জানান, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ছিল।
এনবিএস/ওডে/সি