এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
টাইগারের মেকআপ শিল্পীর উপর চিতাবাঘের হামলা
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শুটিং স্পটে যাওয়ার সময় চিতাবাঘের হামলার শিকার হয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফের মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা। তিনি জখম হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল সিনেমাটির শুটিং। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে সেখানেই যাচ্ছিলেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে ২৭ বছর বয়সী শ্রাবণ গণমাধ্যমে বলেন, ‘আমি আমার বন্ধুকে নিয়ে বাইকে করে শুটিংয়ে যাচ্ছিলাম। লোকেশন থেকে একটু দূরে একটি শূকর রাস্তা পার হচ্ছিল। তখন ভাবলাম তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। বাইকের গতি বাড়াতেই দেখলাম একটা চিতা শূকরের পিছু পিছু ছুটছে। এক পর্যায়ে আমার বাইক চিতাবাঘের সঙ্গে ধাক্কা খায়। আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম।
আমার যেটুকু মনে আছে, চিতাবাঘটি আমার চারপাশে ঘোরাফেরা করছিল, তখন আমি জ্ঞান হারাই, আমার আর কিছুই মনে নেই। হয়তো লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়।’
মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে। আমি জানতে চাই, কে চিতাবাঘের থেকে বাঁচার গ্যারান্টি দেবে। ফিল্ম সিটিতে বারবার চিতাবাঘের হামলা হয়, অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকার এই বিষয়ে নজর দিক। ফিল্মসিটি তিনশ’ একর জমির ওপর নির্মিত হয়েছে। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধা নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
এনবিএস/ওডে/সি