ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

উত্তর কোরিয়ার ব্যলিষ্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

উত্তর কোরিয়ার ব্যলিষ্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

 উত্তর কোরিয়ার ব্যলিষ্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অভ স্টাফ জানিয়েছেন, শনিবার দেশটির সমুদ্রসীমানার পূর্ব উপকূল থেকে এটি নিক্ষেপ করা হয়।  জাপান কোষ্ট গার্ডও জানিয়েছে উত্তর কোরিয়া যেটি ছুঁড়েছে তা মিসাইল বলেই ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরেই পিয়ংইয়ংএ  উৎক্ষেপণের ঘটনা ঘটাল।  উত্তর কোরিয়ার পরমাণু সম্প্রসারণ ও একের পর এক মিসাইল ছোড়ার হুমকি ঠেকাতে এই যৌথ মহড়ার আয়োজন করেছে দেশ দুটি।

সম্প্রতি দেশটি আন্তঃমহাদেশীয় ব্যলিষ্টিক মিসাইলসহ একের পর এক মিসাইল উৎক্ষেপণ করে।  এগুলো যুক্তরাষ্ট্রের যে কোন স্থানে আঘাত হানার সক্ষমতা রাখে । এর আগে ২০১৭ সালে দেশটি প্রথম পরমাণু পপ্রীক্ষার প্রস্ততি নিলেও তা শেষ পর্যন্ত স্তগিত করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, দুই দেশে যৌথ পরমাণু কর্মসূচীর বিষয়ে পেন্টাগনে বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করা হবে বৈঠকটিতে বলে উল্লেখ করেন মন্ত্রী। এদিকে পাঁচটি যৌথ মহড়ার প্রস্ততি চলছে আগামী সপ্তাহ ও সামনের মাসগুলোতে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

১৯৫০-৫৩ সালে সংগঠিত কোরিয়া যুদ্ধে ২৮,৫০০ মার্কিন সেনা দেশটিতে রয়ে যায়। পরে এক শান্তি চুক্তির আওতায় এটির ইতি টানে দুই দেশ।

এনবিএস/ওডে/সি