এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম
মুক্তির অপেক্ষায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রেডিও’
মুক্তির অপেক্ষায় রয়েছে মোয়াজ্জেম হোসেন চৌধুরী প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রেডিও’। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন।
গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রেডিও যে ভূমিকা রেখেছিলো সেটা নিয়েই মূলত সিনেমার গল্প। সেসময় রেডিওর মাধ্যমে যেভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৌঁছে গিয়েছিলো। তাতে মানুষ যেভাবে উজ্জিবীত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, সেটাই দেখানো হবে সিনেমায়।’ সব কিছু ঠিক থাকলে ১০ মার্চ ‘রেডিও’ মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ছবিটির শুটিং শুরু হয় ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে। মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর ঘাটের একটি বিচ্ছিন্ন চরে শুটিং হয়েছে রেডিওর। পুরো চরে ছিল দূরে দূরে দু-একটি বাড়ি ঘর। গল্পের সঙ্গে লোকেশনটি বেশ সমৃদ্ধ ছিল। রেডিও ছবিটিতে নহবৎ চরিত্রে অভিনয়ে করেছেন রিয়াজ আহমেদ, রুপালি চরিত্রে জাকিয়া বারি মম। আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ , শফিকুল আলম বাবু, এলিনা শাম্মি, রওনক রিপন, তানজিলা হক মাইশা, রাশেদ আল মামুন, ইলমা সহাসিন প্রমুখ।
রেডিও চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও পর্ণা আর দাস (হিমাদ্রিতা)। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীতিকার মোহাম্মদ আরিফ ইকবাল। সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
এনবিএস/ওডে/সি