এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
পারস্য উপসাগরে ইসরাইলি জাহাজে হামলা
পারস্য উপসাগরে দখলদার ইসরাইলের একটি জাহাজে হামলা হয়েছে বলে ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট' দাবি করেছে।
এতে বলা হয়েছে, জাহাজটির নাম 'ক্যাম্পো স্কোয়ার'। ইসরাইলি ব্যবসায়ী আইয়াল উফারের কোম্পানি জোদাইক শিপিং কোম্পানি হচ্ছে এই জাহাজের মালিক। তবে এই হামলার ফলে কেউ হতাহত হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে। এটি একটি বাণিজ্যিক জাহাজ।
এর আগেও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে ইসরাইলের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছিল।
বর্তমান বিশ্বে প্রকাশ্যে খুন-খারাবি ও দখলবাজি চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই অন্যায়ভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে। এখনও নিয়মিত ফিলিস্তিনি ভূমি থকে সেখানকার মূল অধিবাসীদের বিতাড়িত করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে দখলদার ইসরাইল।
কিন্তু আমেরিকার মতো বৃহৎ শক্তিগুলো তাদের অপকর্ম ও দখলবাজির বিষয়ে নির্লিপ্ত রয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে