এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম
রাশিয়া ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে: কমলা হারিস
যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস বলেছেন, তার দেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বছর ব্যাপী ইউক্রেন যুদ্ধে রাশিয়া “মানবতার বিরুদ্ধে অপরাধ” করছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর বর্ষপুর্তির কয়েকদিন আগে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বত্তৃতাকালে তিনি একথা বলেন।
সাবেক আইনজ্ঞ হারিস বলেন, রাশিয়ার বাহিনী ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর “সুপরিকল্পিতভাবে ব্যাপক হামলা চালাচ্ছে।” তিনি বলেন, “আমরা ইউক্রেনে রাশিয়ার হামলার বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ পরীক্ষা করেছি। আমরা আইনগত মানদন্ডও জানি এবং এসব কর্মকান্ড যে মানবতার বিরুদ্ধে অপরাধ সেব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই। তিনি বলেন, “যারা এ অপরাধ করেছে, তাদের উর্ধ্বতন কর্মকর্তা এবং যারা এর সাথে সহযোগিতা করেছে তাদেরকে দায়ী করা হবে।”
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, রাশিয়ার সেনারা ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এবং তাদেরকে বিচারের জন্য অন্যদের সাথে তারা কাজ করবে।
মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয় স্থির করতে হলে আরও এক ধাপ অগ্রসর হতে হবে। তার মধ্যে রয়েছে অসামরিক লোকজনের ওপর পরিকল্পিতভাবে ব্যাপক হামলা চালানো এবং সে হামলা ছিল পরিকল্পিত।
এনবিএস/ওডে/সি