ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

অভিনয় শিল্পী সংঘের ইক্যুইটি দিবস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

অভিনয় শিল্পী সংঘের ইক্যুইটি দিবস

 অভিনয় শিল্পী সংঘের ইক্যুইটি দিবস

 টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের আয়োজনে উদযাপিত হলো ইক্যুইটি দিবস নামে বনভোজন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজন যেন পরিণত হয় তারার মেলায়। পাশাপাশি সংগঠনটির সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সংগঠনের সভাপতি ও অভিনেতা আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও রওনক হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল আলম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ ও তারিক রহমান খান।

এই বনভোজন ও সাধারণ সভায় আরও অংশ নেন সুর্বণা মুস্তাফা, শম্পা রেজা, জয়া আহসান, জাকিয়া বারী মম, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিন জাহান, আজিজুল হাকিম, শ্যামল মাওলা, সজল প্রমুখ।

ইক্যুইটি দিবস উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী ও সাংসদ সুর্বণা মুস্তফা বলেন, এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে। আড্ডা দিতে পেরে খুব ভালো লাগছে। শত ব্যস্ততার মাঝে এমন একটি ছুটির দিন পেয়ে ভীষণ ভালো লাগছে।

অভিনেতা সজল বলেন, সবাইকে একসঙ্গে নিয়ে সারাদিন সময় কাটাচ্ছি। খুব ভালো লাগছে। এটা তো সব সময় সম্ভব হয় না। সুন্দর এ আয়োজনের ধন্যবাদ দিতে চাই অভিনয় শিল্পী সংঘের সবাইকে।

অভিনেত্রী তারিন জাহান বলেন, বছরে একটা দিন আমরা সবশিল্পীরা একত্রিত হই। এই দিনটিতে আমি আসার চেষ্টা করি। সবাই সারাবছর কাজ নিয়ে ব্যস্ত থাকে এমন দিনে সবার দেখা হয়, আনন্দ উৎসবে পরিণত হয় দিনটি। আমি দিনটি এনজয় করছি।

অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, বছরের এই দিনের জন্য অপেক্ষায় থাকি। এখানে এলে সবার সঙ্গে দেখা হয়। মন খুলে আড্ডা দিতে পারি।

এবার প্রায় এক হাজারের বেশি শিল্পী অংশ নিয়েছেন এ বনভোজনে। এ আয়োজনে ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্পীদের সম্মাননা, ফানুস উড়ানো, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো আকর্ষণীয়সব আয়োজন।

এনবিএস/ওডে/সি