এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
বুধবার থেকে ঢাবি ক্যাম্পাসে উচ্ছেদ অভিযান: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুমোদনহীন ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে শুরু হতে যাচ্ছে, বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে অভিযান চালানো হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাবির প্রস্তুতি নিয়ে কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি। এর পরেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে শহিদ মিনার।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, পলাশী মোড় দিয়ে প্রবেশ করে জগন্নাথ হলের সামনে দিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর হয়ে শহিদ মিনার এলাকা ত্যাগ করতে হবে।
এনবিএস/ওডে/সি