ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রেল স্টেশনে তরুণীকে জোর করে চুমু! এক বছরের জন্য জেলে যেতে হল যুবককে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

রেল স্টেশনে তরুণীকে জোর করে চুমু! এক বছরের জন্য জেলে যেতে হল যুবককে

রেল স্টেশনে তরুণীকে জোর করে চুমু! এক বছরের জন্য জেলে যেতে হল যুবককে

 রেল স্টেশনে এক তরুণীকে জোর করে চুমু খেয়েছিল এক ব্যক্তি। সেই অপরাধে অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড দিল মুম্বইয়ের (Mumbai) আদালত। সেই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে ওই ব্যক্তিকে। মামলার শুনানির পরে আদালতের তরফে বলা হয়েছে, ঘটনাক্রম থেকেই বোঝা যায় ওই ব্যক্তির খারাপ উদ্দেশ্য ছিল। তাই অভিযুক্তকে কোনও মতেই বিনা সাজায় ছেড়ে দেওয়া যায় না।

ঘটনাটি ঘটেছিল গত বছর। ভুল করে খার স্টেশনে নেমে পড়েছিলেন ১৯ বছর বয়সি ওই তরুণী। প্ল্যাটফর্মেই ফিরতি ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন। তিনি ফোনে কথা বলছেন, সেই সময়েই আচমকা হাজির হয় ৩৫ বছর বয়সি এক ব্যক্তি। জোর করে তরুণীর ঠোঁটে চুমু খেতে চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে ওই তরুণী চিৎকার করেন। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অলোক কানোজিয়া নামে ওই ব্যক্তিকে।

প্রায় আড়াই মাস ধরে এই ঘটনা নিয়ে মামলা চলে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন বিচারক। অবশেষে অলোককে এক বছরের জন্য কারাদণ্ড দেয় মুম্বইয়ের আদালত। বিচারক বলেছেন, “সমস্ত ঘটনাক্রম খতিয়ে দেখে সাফ বোঝা যাচ্ছে, খারাপ উদ্দেশ্য ছিল অলোকের। শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে। তাই এই ঘটনাকে ঘৃণ্য অপরাধের পর্যায়ে ফেলা যায়। অভিযুক্তকে ছেড়ে দেওয়ার কোনও মানেই হয় না।”

এক বছরের কারাবাসের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে অলোককে। বিচারকের মতে, জরিমানার ব্যবস্থা করা হয়েছে কারণ এই শাস্তির কথা মনে রাখা উচিত অভিযুক্তের। ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে দু’বার ভাববেন তিনি। ওই তরুণীকে ৩ হাজার টাকা দিতে হবে বলে জানিয়েছেন বিচারক।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২৩/একে