ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কংগ্রেসের অধিবেশনের মুখে ছত্তীসগড়ে দলীয় নেতাদের বাড়ি, অফিসে ইডি হানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

কংগ্রেসের অধিবেশনের মুখে ছত্তীসগড়ে দলীয় নেতাদের বাড়ি, অফিসে ইডি হানা

কংগ্রেসের অধিবেশনের মুখে ছত্তীসগড়ে দলীয় নেতাদের বাড়ি, অফিসে ইডি হানা

 সোমবার সকাল থেকে ছত্তীসগড়ের (Chhattisgarh) রাজধানী রায়পুর-সহ রাজ্যের নানা জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (ED raids)। এখনও পর্যন্ত ১৪টি জায়গায় অভিযানের খবর এসেছে। তবে আরও অনেক জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দিয়েছেন বলে খবর।

জানা যাচ্ছে ইডি মূলত শাসক দল কংগ্রেসের কিছু নেতার বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করেছে। এছাড়া কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছে তারা।

আগামী শুক্রবার থেকে রায়পুরেই তিনদিনের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের অধিবেশন (Congress session)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া ও রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতারা ছাড়াও সারা দেশ থেকে এআইসিসি-র ১৪০০ সদস্য অধিবেশনে যোগ দেবেন। কংগ্রেস নেতারা অধিবেশনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। খাড়্গে সভাপতি হওয়ার পর ছত্তীসগড়ের রাজধানীতেই প্রথম অধিবেশন বসতে চলেছে কংগ্রেসের।

ইডি এর আগে গত ১৩ জানুয়ারি কংগ্রেস শাসিত ছত্তীসগড়ে একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল। সেই দফায় কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দেয় মূলত কয়েকজন ব্যবসায়ী এবং আইএএস অফিসারের অফিস, বাড়িতে। ওই রাজ্যে কয়লা কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। তাতে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে পৃথক তদন্ত শুরু করেছে ইডি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে