ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা

ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) শিশুদের উন্নয়নের জন্য এগিয়ে এলেন। ভারতের শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং সুরক্ষিত থাকার অধিকার ও উন্নয়নের দাবিকে আরও জোড়ালো করার জন্য তিনি কাজ করতে অঙ্গীকার করেছেন। এজন্য বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ইউনিসেফের (UNICEF) সঙ্গে হাত মিলিয়েছেন। ইউনিসেফ তাঁকে এই আন্তর্জাতিক সংস্থার ‘জাতীয় অ্যাম্বাসাডর’ (India National Ambassador) হিসাবে মনোনীত করেছে।

ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর রূপে মনোনয়নকে স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠানে খুরানা বলেন, ‘আমি আগে ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে শিশুদের জন্য কাজ করেছি। বাচ্চাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জেনেছি।’ তাঁর কথায়, ‘ইন্টারনেট ব্যবহারের সময় শিশুদের সুরক্ষা, সামাজিক মাধ্যম ব্যবহার করে শিশুদের হেনস্তা করার ঘটনা, তাদের মানসিক স্বাস্থ্য বিকাশ এবং ছেলেমেয়ে নির্বিশেষে শিশুদের সমান অধিকার নিয়ে আমি ইতিমধ্যে কাজ করেছি।’

এই অভিনেতা আরও বলেন, ‘নতুন দায়িত্বে আমি শিশুদের অধিকার সুরক্ষার জন্য জোর গলায় সওয়াল করব। বিশেষ করে সেই সমস্ত অধিকারগুলি নিয়ে, যেগুলি তাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।’

ভারতবর্ষে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকাফ্রি শিশু বিকাশের কাজে এদেশে খুরানাকে পাশে পাওয়ার আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আয়ুষ্মানের গত দু বছরের কাজকর্মে ভারতে শিশুদের অধিকার রক্ষার কাজ বিশেষভাবে সাহায্য করেছে।

ইউনিসেফের এই প্রতিনিধি আরও বলেন, খুরানা তাঁর বলিষ্ঠ কন্ঠের মাধ্যমে শিশুদের উন্নয়নের জন্য সাহায্য করছেন এবং কিছু ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। সব শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা ওঁর সঙ্গে শিশু সুরক্ষা বৃদ্ধি, নির্যাতন বন্ধ করা, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং ছেলে মেয়ে নির্বিশেষে সমান অধিকার রক্ষার জন্য কাজ করব।’

ইউনিসেফ জানিয়েছে, ছোটদের উৎসাহ দিতে গত বছর বিশ্ব শিশু দিবসে আয়ুষ্মান খুরানা ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরের সঙ্গে দিল্লির ত্যাগ্ররাজ স্টেডিয়ামে বাচ্চাদের সঙ্গে একটি প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে