এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম
এপ্রিলেই নতুন মিশনে যাচ্ছেন ‘পাঠান’, সঙ্গ দেবেন কে?
বক্স অফিসে এখনও রমরমিয়ে চলছে ‘পাঠান’ (Pathaan)। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকা আয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে শাহরুখ খানের কামব্যাক ফিল্মটি। এরমধ্যেই খবর, আগামী এপ্রিল মাসে ফের শ্যুটিং ফ্লোরে ফিরতে চলেছে পাঠান। এখবর প্রকাশ্যে আসার পর থেকেই উন্মাদনা দেখা দিয়েছে শাহরুখ ভক্তদের মধ্যে। তাহলে কি খুব শীঘ্রই পাঠানের দ্বিতীয় ভাগ মুক্তি পাবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
ব্যাপারটা খোলসা করে বলা যাক। পাঠান ফিরছেন ঠিকই। তবে এবার তিনি নিজের মিশনে যাচ্ছেন না। বরং এবার তাঁকে দেখা যাবে টাইগারকে মিশনে সাহায্য করতে। যেভাবে পাঠানকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন টাইগার, এবার দেখা যাবে ঠিক তার উল্টোটা। অর্থাৎ, ফের একবার বড়পর্দায় একসঙ্গে ধরা দেবেন শাহরুখ-সলমন। বন্ধুর প্রয়োজনে এগিয়ে আসবেন বন্ধু। একসঙ্গে শত্রুর মোকাবিলা করবেন সিনেমায়।
‘পাঠান’ ছবির সংলাপেই টাইগারকে বলতে শোনা গিয়েছিল যে, পরবর্তী মিশনে তাঁরও পাঠানকে প্রয়োজন পড়তে পারে। সে যেন তখন তৈরি থাকে। বন্ধুকে কথাও দিয়েছিলেন পাঠান। এবার সেই প্রতিশ্রুতি রাখার পালা। সূত্রের খবর, প্রথম দুটো ভাগের তুলনায় টাইগারের তৃতীয় ভাগ হবে আরও বড় আকারে। তার উপর সলমন খানের (Salman Khan) সঙ্গী যদি হন শাহরুখ (Shah Rukh Khan), তাহলে সেই ছবি কোন পর্যায়ে যেতে চলেছে, তা বোধহয় বলার প্রয়োজন নেই।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে