ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

ইউক্রেনে যুদ্ধের ন্যায্যতা প্রমাণে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২২, ০৩:০৫ পিএম

ইউক্রেনে যুদ্ধের ন্যায্যতা প্রমাণে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে পুতিন

ইউক্রেনে যুদ্ধের ন্যায্যতা প্রমাণে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে পুতিন

নাৎসি বাহিনীর সঙ্গে যুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকীতে বক্তব্যকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস অনুষ্ঠানের আগে পুতিন বিনা উসকানিতে ইউক্রেনে করা নৃশংস যুদ্ধের পক্ষে যুক্তি দিতে ইতিহাসকে টুইস্টের চেষ্টা করছেন। 

তিনি আরো বলেন, ইউরোপে যখন আবারও যুদ্ধ উন্মাদনা ছড়াচ্ছে, এই সময়ে আমরা সেসব মানুষদের প্রতিরোধে প্রচেষ্টা বৃদ্ধি করবো, যারা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক স্মৃতিকে ঘৃণ্যভাবে ব্যবহারের ফন্দি আঁটছে।

ব্লিনকেন তার বক্তব্যে আরো বলেন, আমরা যখন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মৃতিচারণ করছি, তখন আমাদের পবিত্র দায়িত্ব হলো অতীতের সত্য সম্পর্কে বলা এবং আমাদের সময়ে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সমর্থন করা।