এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
মণীশ সময় চেয়েছিলেন, সিবিআই মঞ্জুর করল দিল্লির মন্ত্রীর আবেদন! ফের হাজিরা কবে
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) আগেই জানিয়েছিল, আজ অর্থাৎ রবিবার তাঁর পক্ষে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় এজেন্সির কাছে আরও কিছুদিন সময়ও চেয়েছিলেন তিনি। অবশেষে মণীশের আবেদন মঞ্জুর করল সিবিআই। সূত্রের খবর, হাজিরা দেওয়ার জন্য দিল্লির উপমুখ্যমন্ত্রী অতিরিক্ত সময় চেয়েছিলেন, তা মেনে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কবে ফের তাঁকে ডাকা হবে তা জানানো হয়নি এখনও।
দিল্লির আবগারি নীতি (Delhi Liquor Scam) নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপানউতোর চলছে রাজধানীর রাজনীতিতে। দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে সিবিআই রাজ্যের আম আদমি সরকারের আবগারি নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও একই মামলায় তদন্ত শুরু করেছে।
এই দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই ও ইডির দাবি, এই দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আগেও একাধিকবার দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশের বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। জিজ্ঞাসাবাদও করা হয়।
রবিবার বেলা ১১টা নাগাদ সিবিআই ফের মণীশকে ডেকে পাঠায়। সিবিআই সূত্রে খবর, এই দুর্নীতির তদন্তে মণীশের বিরুদ্ধে বেশকিছু তথ্য পেয়েছে তারা। তাই তা খতিয়ে দেখতে চান তদন্তকারী অফিসাররা। কিন্তু দিল্লির আসন্ন বাজট পেশ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানান মণীশ। যদি সিবিআই কিছু সময় দেয় তো তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করবেন তিনি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে