ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

শ্রেয়া ঘোষালের বাংলা গানে রিল বানালেন বিদ্যা বালন,


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

শ্রেয়া ঘোষালের বাংলা গানে রিল বানালেন বিদ্যা বালন,

শ্রেয়া ঘোষালের বাংলা গানে রিল বানালেন বিদ্যা বালন,

 তিনি জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। কিন্তু বাঙালিয়ানা তাঁর রন্ধ্রে রন্ধ্রে। অভিনয় করতে চেয়ে ছোটবেলায় নাকি চিঠি লিখেছিলেন সত্যজিৎ রায়কে। আবার সিনেমাজগতে অভিনয়ও শুরু করলেন বাংলা ছবি দিয়েই। তিনি বিদ্যা বালন (Vidya Balan)। বলিউডের বঙ্গতনয়াদের তালিকায় তিনি নেই ঠিকই, কিন্তু কোনও অংশে তাঁদের থেকে কমও যান না। সেই বিদ্যাই এবার রিল বানালেন নিজের প্রিয় বাংলা গানে (Bengali song) গলা মিলিয়ে। যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা।

কী গান গাইলেন অভিনেত্রী?

মেকআপ শিল্পী তখন একমনে বিদ্যার মেকআপ করছিলেন। আর অভিনেত্রী তখন ব্যস্ত শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘যাও পাখি বলো’ শুনতে। শুধু শুনলেনই না, গুনগুন করে গাইলেনও। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অন্তহীন’ ছবির এই গানটি এতবছর পরেও বহু গানপাগল শ্রোতার প্লে লিস্টের উপরের দিকেই থাকে। এবার বিদ্যা বালন রিল বানিয়ে প্রমাণ করে দিলেন যে, তিনিও এর ব্যতিক্রম নন।

সেই রিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে বিদ্যা লিখেছেন, “অন্তহীন ছবি থেকে আমার সবচেয়ে প্রিয় বাংলা গান যাও পাখি বোলো-র সঙ্গে গলা মেলাচ্ছি।” লেখাটির নীচে গানটির গায়িকা শ্রেয়া ঘোষাল এবং ছবির প্রধান দুই অভিনেতা-অভিনেত্রী রাহুল বোস এবং রাধিকা আপ্তেকে মেনশনও করেন তিনি।


সম্প্রতি আরও এক বলিউড অভিনেত্রীকে বেশ কয়েকবার বাংলা গান গাইতে দেখা গিয়েছে। তিনি মিথিলা পালেকর। বড়পর্দায় টুকটাক কাজ করলেও মূলত ওয়েব সিরিজ ‘লিটল থিংস’-এর সৌজন্যে তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত। বিদ্যা যেমন শ্রেয়ার গানে গলা মিলিয়েছেন, মিথিলা তেমনটা করেননি। তিনি একেবারে খালি গলায় গেয়েছিলেন ‘না যেও না রজনী এখনও বাকি’। সেই গানে দীর্ঘদিন মজেছিলেন তাঁর ভক্তরা। এরপর আরও কয়েকবার বাংলা গান গাইতে দেখা গেছে অভিনেত্রীকে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে