এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা সফর, ১০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হেলিকপ্টার যোগে তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত হাতয় অঞ্চল সফর করেছেন। দক্ষিণাঞ্চলীয় তুরস্কের এই এলাকাটি এবং উত্তরাঞ্চলীয় সিরিয়া ভূমিকম্পে ধূলোয় মিশে গেছে। এসব অঞ্চল নতুনভাবে গড়ে তোলার জন্য আরো ১০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তুরস্ক যখন দুটি প্রদেশ বাদ দিয়ে অন্যান্য প্রদেশের উদ্ধার অভিযান শেষ করে এনেছে, তখনই তিনি অঞ্চলগুলো পরিদর্শন করেন। রোববার দুর্যোগ সংস্থা বলেছে, দুটি রাজ্যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
আঙ্কারায় সংস্থা প্রধান ইউনুস সেজার গণমাধ্যম বলেন, ‘আমাদের অনেকগুলো প্রদেশে উদ্ধার ও অনুসন্ধান পর্ব শেষ হলেও কাহারামানমারাস এবং হাতয় প্রদেশে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
গণমাধ্যমে প্রতিনিয়ত ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধারের খবর আসছিল। কিন্তু এখন আর আসছে না। তিনি জানান, গত ২৪ ঘন্টায় কারো আর জীবিত থাকার খবর আসেনি।
ভূমিকম্পের কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক ও সিরিয়ার জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছেন। এই দুটি দেশে এ পর্যন্ত ৪৬ হাজার মানুষ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনুসন্ধান ও উদ্ধারকর্মী, ওষুধপত্র এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।
ব্লিনকেন রোববার ইনসিরলিক বিমান ঘাঁটিতে বলেছেন, ‘এটা হবে দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া।’ এই বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ও তুরস্কের একটি স্থাপনা। এখান থেকেই ত্রাণ সহায়তা সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকাজ দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যায়ে রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলেই পুনর্নির্মাণের কাজ শুরু হবে।’ ব্লিনকেন বলেছেন, ইমার্জেনিস্ রিফিউজি এ্যান্ড মাইগ্রেশন তহবিলে ৫০ মিলিয়ন এবং মানবিক সহায়তা হিসেবে ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে। দুই বছর আগে ক্ষমতা গ্রহণের পর ন্যাটো মিত্র তুরস্কে এটাই হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
এনবিএস/ওডে/সি