ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

২০২২ সালে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে রেকর্ড ৬৫৪২ বন্দুক জব্দ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

২০২২ সালে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে রেকর্ড ৬৫৪২ বন্দুক জব্দ

 ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে রেকর্ড ৬৫৪২ বন্দুক জব্দ

 দেশটির পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) এ বিপুল পরিমান অস্ত্র জব্দ করেছে। গড় হিসাবে জব্দকৃত বন্দুকের সংখ্যা দাঁড়ায় দিনে ১৮টি। সম্প্রতি বন্দুক সহিংসতা ও মার্কিনিদের এত বেশি সশস্ত্র হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

টিএসএ প্রশাসক ডেভিড পেকোস্ক বলেন, আমাদের সমাজে আমরা যা দেখি, চেকপয়েন্টগুলোতেও তাই দেখছি। এটি আমাদের সমাজকেই প্রতিফলিত করছে। আজকাল অনেকেই আগ্নেয়াস্ত্র বহন করছেন।

২০১০ সালের পর থেকে মার্কিন বিমানবন্দরের চেকপয়েন্টগুলোতে অস্ত্র জব্দের ঘটনা বেড়েছে। এর মধ্যে কভিড মহামারীর বছরটি ব্যতিক্রম ছিল। অস্ত্রসহ ধরা পড়ার পর অনেকে জানান, ভুলে গেছেন যে তাদের সঙ্গে অস্ত্র ছিল। ভুল করে তারা অস্ত্র নিয়ে বিমানবন্দর কিংবা প্লেনে উঠে পড়েন। ২০২২ সালে বন্দুক জব্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে টেক্সাসের ডালাস, অস্টিন ও হিউস্টন, ফ্লোরিডার ন্যাশভিল, টেনেসি, আটলান্টা, ফনিক্স ও ডেনভার বিমানবন্দর।

এনবিএস/ওডে/সি