এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
ওজন কমাতে গিয়ে হাসপাতালে রাহা
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তরুণ অভিনেত্রী রাহা তানহা খান। ডায়েটের মাধ্যমে ওজন কমাতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। তবে এখন কিছুটা সুস্থ বোধ করায় চিকিৎসক তাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত রয়েছেন রাহা। সর্বশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হয়েছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। তার বেশ কয়েকদিন পর হঠাৎ সামাজিক মাধ্যমে অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দেখে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। অনেকে সেখানে সহমর্মীতা ও দুঃখ প্রকাশ করেছেন।
রাহা তানহা খান বলেন, ‘আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর প্রেসার ফল করতে থাকে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানা রকম পরীক্ষা সম্পন্ন করে একটু আগে (রোববার রাতে) বাসায় ফিরলাম।’
তিনি আরো বলেন, ‘বাইরে থাকা অবস্থায় যে ডায়েট চার্ট মেইনটেইন করেছি, দেশে ফিরে ডায়েট চার্ট প্রপার মেইনটেন করা হয়নি, ফলে প্রেসার ফল করে।’
নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহা তানহা খান। তবে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। পরে চলচ্চিত্রে থিতু হয়েছেন এই অভিনেত্রী।
‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ ছবিতে দেখা গেছে তাকে। বর্তমানে শাহীন সুমনের বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘মাফিয়া’র কাজ করেছেন রাহা। এ ছাড়া সাইফ চন্দনের ‘ওস্তাদ’সহ আরো বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ হাতে আছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এনবিএস/ওডে/সি