ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইবিতে ছাত্রী নির্যাতন, হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

ইবিতে ছাত্রী নির্যাতন, হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন

 ইবিতে ছাত্রী নির্যাতন, হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়  কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলম।

এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, হাইকোর্টের নির্দেশে তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা রাখি

উল্লেখ্য, গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এক নবীন ছাত্রীকে ডেকে নির্যাতন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। উক্ত নির্যাতনের ঘটনার বিচার চেয়ে হাইকোর্টে রিট করা হলে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ও অভিযুক্তদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়।

 এনবিএস/ওডে/সি