এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ, চলছে তদন্ত
এ অভিযোগ উঠেছে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে। এঘটনার পর থেকে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানিয়েছেন। নিরাপত্তা হীনতার কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছে।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে মানসিক হয়রানী ও হেনস্থার অভিযোগ উঠেছে। একইসঙ্গে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ইঙ্গিতপূর্ণ কথা বলার অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে হয়রানীর শিকার ওই ছাত্রী গত ১৮ জানুয়ারি বিশ্ব বিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটি বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত চলছে।
অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটি সভাপতি পিংকি রানী দে।
সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটি সভাপতি পিংকি রানী দে বলেন, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটি এবিষয়ে কাজ করছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে যে কারণে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
হেনস্থার শিকার ওই ছাত্রী বলেন, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম আমাকে দীর্ঘদিন হলো হেনস্থা, মানসিক হয়রানী ও শ্রেণী কক্ষে ইঙ্গিত পূর্ণ্য কথা বলে আসছিলেন। এবিষয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশানকে একাধিকবার অভিযোগ করতে গেলেও তারা আমার অভিযোগ নিতে অস্বীকার করে। পরে আমি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটি বরাবর অভিযোগ করি।
বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলাম বলেন, ছাত্রীর অভিযোগ সত্য নয়। সে পরীক্ষার হলে নকল করছিলো। আমি নকল করতে বাধা দেই। একারণে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এনবিএস/ওডে/সি