এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
স্বামীকে নিয়ে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট
নিজের ব্যক্তিগত জীবন আর স্টাইল নিয়ে সবসময় চর্চায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়া নানা রকম পোস্ট দিয়ে সচল থাকেন তিনি। এবার জোনাস ব্রাদার্সের লাস ভেগাস কনসার্টে দেখা গেলো প্রিয়াঙ্কাকে।
শো উপভোগের পাশাপাশি নিক জোনাসের জন্য গলা ফাটিয়েছেন এই অভিনেত্রী। তেমনি একটি ভিডিও প্রিয়াঙ্কার এক ফ্যান অ্যকাউন্ট থেকে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, প্রাণ খুলে নাচছেন তিনি। ঝলমলে কালো পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কাকে। একটি কালো ওভারকোটও পরেছিলেন।
প্রিয়াঙ্কাও ছবিগুলো ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করে তার আবেগ প্রকাশ করে লিখেছেন, তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়।
এনবিএস/ওডে/সি