এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: পিটার অবি কি জিততে পারবেন
নাইজেরিয়ার রাজনীতি আমূল পরিবর্তনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আফ্রিকার তূতীয় বৃহত্তম গণতন্ত্র নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ২৫ ফেব্রুয়ারি। এতো দিন যাবত দুই প্রধান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার একজন শক্ত তৃতীয় প্রতি এ নির্বাচনে লড়ছেন।
ক্ষুদ্র দল লেবার পার্টির প্রার্থী পেটার ওবি অধিকাংশ জনমত জরীপে এগিয়ে আছেন। অন্য দুই প্রার্থী হলেন পিপলস ডেমোক্রাটিক পার্টির আতিকু আবুবকর এবং অল প্রগ্রেসিভ কংগ্রেসের বোলা তিনুবু। জনমত জরীপের যাই হোক এ নির্বাচনে আসলে কি জয়ী হবেন?
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা ওবি(৬১) দেশটির রাজনৈতিক চালচিত্র পুরোপুরি পাল্টে দিতে পারে। এতে বহু দশ ধরে চলা দেশটির দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আধিপত্যের অবসান ঘটতে পারে।
সপ্তাহান্তের প্রেসিডেন্ট নির্বাচন নাইজেরিয়ায় সামরিক শাসন অবসানের ২৪ বছরের রাজনীিিতর এক মোড় পরিবর্তন বলে বিবেচিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মহাদেশটির গণতন্ত্রের জন্য অর্থনীতি একটি বড় ফ্যাক্টর হলেও অঞ্চলটি নানা ধরণের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক সংকটেও জর্জরিত।
এনবিএস/ওডে/সি