এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২২, ০৪:০৫ পিএম
অতিরিক্ত সময়ের নাটকীয়তায় চেলসির বিপক্ষে ড্র করলো উলভারহ্যাম্পটন
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে তুলনামূলক দূর্বল দল উলভারহ্যাম্পটনের সাথে ২-২ গোলে ড্র করেছে চেলসি। খেলার সব কয়টি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
খেলার নবম মিনিটেই ওয়ার্নারের শট উলভার গোলরক্ষক জোসে ফিরিয়ে দিলে গোল বঞ্চিত হয় চেলসি। ৩৭ মিনিটে স্বাগতিকদের হয়ে চিক একটি গোল করলেও অফসাইটের ফাঁদে কাটা পরে সেটি।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে ব্লুজদের এগিয়ে নেন লুকাকু। দুই মিনিট পর পুলিসিচের সহতায় নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ করেন লুকাকু। ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দুই মিনিট পরই ডি বক্সের বাহির থেকে চোখ ধাঁধানো গোলে ব্যবধান কমান উলভারের ত্রিনকাও। পরে অতিরিক্ত সময়ে চিকুইনহোর শটে মাথা ছুঁয়িয়ে উলভারকে সমতায় ফিরিয়ে খেলা ড্র করেন কোওডি।