ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কটাক্ষের মুখে সাইফ-কন্যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

কটাক্ষের মুখে সাইফ-কন্যা

 কটাক্ষের মুখে সাইফ-কন্যা

সাইফ কন্যার শিবরাত্রির ছবি দিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী সারা আলি খান। কপালে হলুদ চন্দন, পরনে সালোয়ার কামিজ, কখনও হাত জোড় করে রয়েছেন, আবার কখনও মহাকালের পুজো করছেন। শিবরাত্রির দিন নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন সারা আলি খান। বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় বরাবরই আছেন সাইফ কন্যা। কখনও উত্তরাখণ্ডে একা ট্রেকিংয়ে যাচ্ছেন।

আবার কখনও পাড়ি দিচ্ছেন সিডনি। সারা অনুরাগীদের কাছে জনপ্রিয় তার মিষ্টি ব্যবহারের জন্য। কিন্তু তার পোস্ট দেখে কেউ বললেন, নাম মুসলিম, এ দিকে কাণ্ড দেখুন! কারও মতে, মুসলিম নাম নিয়ে শিবের পুজো, সারা মুসলিম হওয়ার অযোগ্য, লজ্জা হওয়া উচিত ! আবার আরও এক দল এই ছবি দেখে বলে ওঠেন, ‘ঘারওয়াপসি’

সারার জন্ম মুসলিম পরিবারের। তবে তার মা অমৃতা হিন্দু। কিন্তু সব ধর্মের প্রতি সম্মান রয়েছে তার। তবে শিব ভক্ত বলে বেশ নামডাক রয়েছে সারার।  তার প্রথম ছবি ‘কেদারনাথ’। এ ছাড়াও বিভিন্ন সময় তিনি ঘুরে বেড়ান তীর্থক্ষেত্রে। কখনও কামাখ্যা, কখনও আবার মহাকালেশ্বর মন্দিরে, কখনও কাশী বিশ্বনাথ ধামে শিবের পুজা করেন সারা।

এনবিএস/ওডে/সি