ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি স্থগিত করল রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি স্থগিত করল রাশিয়া

আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি স্থগিত করল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি থেকে মস্কোকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন।

আজ (মঙ্গলবার) রাশিয়ার পার্লামেন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই সিদ্ধান্তের কারণে নিউ স্টার্ট চুক্তি থেকে মস্কো বেরিয়ে যাবে না তবে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখবে। রাশিয়া এবং আমেরিকার পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকাতে দুদেশ নিউ স্টার্ট ট্রিটি চুক্তি করেছিল এবং এটিই দু দেশের মধ্যে টিকে থাকা একমাত্র চুক্তি।

সাময়িকভাবে এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে দুই দেশ এই চুক্তি করেছিল যখন রাশিয়া এবং আমেরিকা পরস্পরের শত্রু ছিল না। এখন আমেরিকা রাশিয়াকে শুধু আল্টিমেটামই দিচ্ছে না বরং ন্যাটো জোট নিজেই এই চুক্তির অংশ হতে চাইছে। এছাড়া, জোটের সদস্যরা রাশিয়ার পরমাণু স্থাপনা পরিদর্শন করতে চাইছে। অন্যদিকে, পশ্চিমা পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ব্যাপারে মস্কোর অনুরোধ ধারাবাহিকভাবে নাকচ করে আসছে তারা।

প্রেসিডেন্ট পুতিন বলেন, আমেরিকা বলদর্পিতার নীতি অনুসরণ অব্যাহত রেখেছে এবং ন্যাটোর মিত্ররা প্রকাশ্যে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার কথা বলছে। রাশিয়া এসব বিষয় উপেক্ষা করতে পারে না; রাশিয়া এসব উপেক্ষা করবেও না।
স্টার্ট ট্রিটি ২০১০ সালে সই হয়েছিল যখন বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ছিলেন।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে