ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে নাস্তানাবুদ ম্যানইউ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২২, ০৪:০৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে নাস্তানাবুদ ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে নাস্তানাবুদ ম্যানইউ

ঘরের মাঠ দ্যা আমেরিকান এক্সপ্রেস কামিউনিটি স্টেডিয়ামে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাইটন এন্ড হোব আলবি অন। 

কাগজে কলমে ব্রাইটনের চেয়ে এগিয়ে থাকা ম্যানইউ শুরু থেকে এগিয়ে ছিল বল দখলে তবে খেলার ১৫তম মিনিটে ডি বক্সেরও অনেকটা বাহির থেকে কাইসেডোর দূরপাল্লর শট ম্যানইউ গোলরক্ষক ফেরাতে ব্যর্থ হলে এগিয়ে যায় স্বাগতিকরা। 

প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ট্রসার্ড সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুন করেন কুকুরেলা। খেলার ৫৭ মিনিটে আবারো সেই ট্রসার্ড সহায়তায় পাওয়া বলে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন তবে এবার স্কোর বোর্ডে নাম লেখান গ্রস। তিন মিনিট পর স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন দ্বিতীয় ও তৃতীয় গোলে অবদান রাখা ট্রসার্ড নিজেই। পরে আর কোন গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন।