এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
১০০ দিনের প্রকল্পের কাজের টাকা লুট হয়েছে, মমতার সরকার লুটের সরকার: গিরিরাজ
ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা যে ভাবে লুট হয়েছে, তা সীমাহীন। মমতার সরকার লুটের সরকার হয়ে গেছে। তিনি আজ (সোমবার) ওই মন্তব্য করেন।
গিরিরাজ সিং সাফ জানান, '১০০ দিনের প্রকল্পের কাজের টাকা লুটের জন্য নয়, গরিবদের জন্য। রাজ্যের জনগণের উদ্দেশে গিরিরাজ সিংহের বার্তা, 'আপনাদের বলছি, গরিবের টাকা দিতে চাই। কিন্তু বাংলার লুটের সরকারকে কাজ দেখাতে হবে।'
এ প্রসঙ্গে আজ (সোমবার) পাল্টা জবাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতারা সস্তা সংকীর্ণ রাজনীতির জন্য এই কুৎসাগুলো করেন। আর যখন পুরস্কার হয়, যখন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট প্রকাশ হয়, তখন দেখা যায় প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে গেছে। যাকে ওরা লুটের সরকার বলছেন, সেটা দেশের সেরা উন্নয়নের সরকার। কোথায় ছিলেন, গিরিরাজ সিং? যেদিন একশো দিনের প্রকল্পের কাজের সেরার পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সেদিন মনে ছিল না কুৎসাগুলো করার সময়?’
কুণাল ঘোষ আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার যখন দেখল একশো দিনের কাজে বাংলা সেরা, গরিব মানুষ উপকার পাচ্ছে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য টাকা বন্ধ করা এবং কুৎসাগুলো শুরু হল’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে