ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

১০০০ কোটির বাউন্ডারি পেরলো ‘পাঠান’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

১০০০ কোটির বাউন্ডারি পেরলো ‘পাঠান’

 ১০০০ কোটির বাউন্ডারি পেরলো ‘পাঠান’

ভারতে মুক্তির একমাস পেরলেও ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতটুকু কমেনি দর্শকদের। মাত্র ২৭ দিনেই হাজার কোটির বাউন্ডারি পেরিয়ে সর্বকালের পাঁচ সেরা সুপারহিট ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিল ‘পাঠান’। এদিকে শাহরুখ খান ফাঁস করলেন তার লাকি নম্বর।
এতদিনের অপেক্ষা, উন্মাদনার অবসান। বছর চারেক বাদে প্রত্যাবর্তন করে চেয়েছিলেন হাজার কোটির ব্যবসা করতে। কোনওরকম প্রচার ছাড়াই সেই অসাধ্য সাধন করে দেখালেন বলিউডি সিনেমার মন্দা বাজারে। ৫৭ বছরের বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েই প্রকৃত বাদশার মতো হাল ধরলেন ডুবন্ত হিন্দি সিনেমার বাজারের। সেই সঙ্গে ঘুরে দাঁড়াল একের পর এক ফ্লপ দেওয়া যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার ব্যবসার গ্রাফও। সদ্য মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ কিংবা মার্ভেলের ‘অ্যান্ট ম্যান’-এর সঙ্গে প্রতিযোগিতাতেও পাল্লা দিয়ে টিকে থেকেছে ‘পাঠান’।

মঙ্গলবারের বক্সঅফিস রিপোর্ট বলছে, ‘পাঠান’ ভারতে ৫০০ কোটির ব্যবসা তো করেইছে, পাশাপাশি গোটা বিশ্বের বক্সঅফিসে ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে নয়া রেকর্ড গড়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে হাজার কোটির ওপর ব্যবসা করা সিনেমার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ‘পাঠান’। যার আগে রয়েছে, আমির খানের ‘দঙ্গল’ (১৯৬৮.০৩ কোটি), ‘বাহুবলী ২’ (১৭৪৭ কোটি), ‘কেজিএফ ২’ (১১৮৮ কোটি), ‘আরআরআর’ (১১৭৪ কোটি)-এর মতো ছবিগুলোর নাম। তবে এত দ্রুত সময়ে হিন্দি সিনেমায় রেকর্ড পরিমাণ ব্যবসা করায় ‘দঙ্গল’ তারকা আমিরের রেকর্ডও ভাঙলেন শাহরুখ খান।

চীন, পাকিস্তান, বাংলাদেশে মুক্তি না পেয়েও ‘পাঠান’-এর এহেন গগনচুম্বী সাফল্য প্রশংসার দাবিদার। আর সিনেমা হাজারের গণ্ডী পেরতেই মঙ্গলবার ফের অনুরাগীদের সঙ্গে অংশঝজক সেশন করলেন কিং খান। সেখানেই এক ভক্ত শাহরুখ খানের লাকি নম্বর জানতে চান। নজর এড়ায়নি সুপারস্টারের। ফাঁস করলেন। বললেন, “এখন আপাতত হাজারের ওপরে যে কোনও নম্বরই আমার লাকি নম্বর।

এনবিএস/ওডে/সি