এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম
জাবিতে শ সা ব হলে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে হল ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনে ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত শ.সা.ব চত্তরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরাফাত ইসলাম বিজয়ের সঞ্চালনায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উদ্ভোধনী বক্তব্যে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যান কুমার কুন্ডু বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই, আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে মহৎ উদ্যোগ নেয়া হয়েছে তা অত্যন্ত চমৎকার ও যৌক্তিক। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সমাদৃত করতে, এর মান অক্ষুণ্ণ রাখতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। এ ভাষার জন্য যারা নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন তাদের সেই ঋণ কখনো সুধানোর নয়।
তিনি আরও বলেন, আজকে শহীদ সালাম বরকত হল ছাত্রলীগ তাদের প্রতি শদ্ধা জ্ঞাপনের যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। শহীদদের নামে নির্মিত হল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই ধারাবাহিকতা বজায় রাখুক এই কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ সভাপতি মাসুফ আহমেদ বলেন, মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ করছি ভাষা শহীদদের প্রতি। আজ শহীদ সালাম বরকত হলের সামনে দাড়িয়ে একথা বলতে পারছি যে এই হলের নামের সাথে দুজন ভাষা শহীদ জড়িয়ে আছে সেজন্য আমি গর্ববোধ করছি। যে দুজন মহান শহীদের নামে এই হল করা হয়েছে সে হলের একজন ছাত্র হিসেবে আমাদের সকলের কর্তব্য তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা। শ্রদ্ধা জ্ঞাপনে সকলকে অংশগ্রহণ করায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আজকে আমি তুচ্ছ একটি দাবি জানাচ্ছি যে ভাষা শহীদ আব্দুল মতিন এর নামে একটি হলের নামকরণ করতে পারলে অন্তত, আমাদের ইতিহাসের দায় মোচন করা যেত।
শাখা ছাত্রলীগের সহ সভাপতি আকীদ আল হাসান মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, হলের আবাসিক শিক্ষক মওদুদ আহমেদ, শাখা ছাত্রলীগ এর সহ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সহ সভাপতি রাতুল রায় ধ্রুব, সহ সভাপতি আবদুর রহমান ইফতি সহ হলের শিক্ষার্থীরা।
এনবিএস/ওডে/সি