ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আপত্তিকর দৃশ্য নিয়ে যা বললেন শমিতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

আপত্তিকর দৃশ্য নিয়ে যা বললেন শমিতা

 আপত্তিকর দৃশ্য নিয়ে যা বললেন শমিতা

২০০০ সালে ‘মোহাব্বাতেন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শমিতা শেঠির। ওই ছবিতে উদয়ের সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে সমালোচিত হয়েছিলেন তিনি। এরপর ভালো কোনো সিনেমায় সুযোগও মেলেনি তার। সে জন্য আজও মাশুল দিতে হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

পর্দায় চুমু খেয়ে পরিবারের সঙ্গে ঝামেলার সম্মুখীন হয়েছেন বলিউডের অনেক তারকাই। শিল্পা শেঠির ছোট বোন শমিতার সঙ্গেও সেই একই ঘটনা ঘটে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন শমিতা।

তিনি বলেন, ‘মোহাব্বাতেন’ ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্যই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বাবা। প্রথম ছবিতে উদয় চোপড়ার সঙ্গে আমার চুম্বনদৃশ্য দেখে রীতিমতো গম্ভীর হয়ে যান তিনি। দীর্ঘদিন আমার সঙ্গে কথা বলেননি। পরিবারের অন্য সদস্যরাও আমাকে অন্য চোখে দেখতেন।

সবিতা আরো বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, প্রায় এক মাস আমার সঙ্গে কথা বলেননি বাবা। আর যেহেতু আমি বাবার খুব আদরের ছিলাম, তাই এই ঘটনায় অনেক ভেঙে পড়েছিলাম। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে এটা সহজ হয়ে যায়। আর তখন বাবাও সেটা বুঝতে পারেন। ওই ছবির পর পর্দায় আর কখনও কাউকে চুম্বন করিনি আমি।’

ইদানীং অন্তরঙ্গ দৃশ্য বা চুম্বনদৃশ্য বলিপাড়ায় খুব সহজ ব্যাপার হলেও দু’দশক আগেও পর্দায় অনেক অভিনেত্রীই এসব দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। অনেকের কাছেই এমন দৃশ্যে অভিনয় নিষিদ্ধ ব্যাপার ছিল তখন। তবে উদয়কে চুমু খেয়ে কটাক্ষের শিকার হওয়ায় মানসিক সাপোর্ট দেন অভিনেত্রীর বড় বোন শিল্পা। তিনি সে সময় তাকে শিখিয়েছিলেন, এ সব নিয়ে অভিযোগ করা বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

এনবিএস/ওডে/সি