এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম
মন্ট্রিয়লে শহীদ মিনারে সর্বজনীন একুশ উদযাপন পরিষদের শ্রদ্ধা
কানাডার মন্ট্টিয়লে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে (বাংলাদেশ কমিউনিটি) কানাডা-বাংলাদেশি সর্বজনীন একুশ উদযাপন পরিষদ।
স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মন্ট্রিয়ল শহরের নটরডেম স্ট্রিটে নির্মিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় কানাডা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কানাডা বিএনপির পক্ষে মন্ট্রিয়লে নবনির্মিত শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান, কানাডা বিএনপি সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, দেওয়ান রাজ্জাক রাজু, আব্দুস সামাদ খান নান্টু, সাধারণ সম্পাদক আরমান মাষ্টার, সিনিয়র সহসভাপতি মারিফুর রহমান, ক্যুইবেক প্রাদেশিক বিএনপি সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা ফারুক হাওলাদার, মোহাম্মদ আলী জিন্নাহ, কামরুল ইসলাম, নুরুল ইসলাম রুনু, তোফায়েল মোর্শেদ,আব্দুল ওয়াদুদ রোকন, নুরুন নবী রশীদ, সফিকুর রহমান, মাসুদ ভুইয়া, জাফর ভূঁইয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ ।
এর আগে সিডা হল মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যেসব বীর বাঙালি যুদ্ধে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিন যদি সালাম, রফিক, বরকত, জব্বরদের মত বীর বাঙালিরা প্রাণ না দিতো তাহলে আজ আমরা মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।
তিনি বলেন, আজ বাংলা ভাষা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক ভাষা। এই ২১ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। আজ আমরা একদিকে যেমন শহীদ দিবস পালন করছি, ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে তাঁদের স্মরণে পুস্পস্ববক অর্পন করছি তেমনি আরেকদিকে গর্ববোধ করছি আমাদের বাংলাভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষা। সারা পৃথিবীতে আজ এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
এনবিএস/ওডে/সি