ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাশিয়ার ওপর নতুন প্রস্তাবিত পণ্যের নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র অসম্মতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

রাশিয়ার ওপর নতুন প্রস্তাবিত পণ্যের নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র অসম্মতি

 রাশিয়ার ওপর নতুন প্রস্তাবিত পণ্যের নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র অসম্মতি

বুধবার (২২ ফেব্রুয়ারি) রয়টার্সকে ৪ কূটনীতিক বিষয়টি জানান, শুক্রবার ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আর এরইমধ্যে নতুন করে এমন প্রস্তাব জানিয়ে আসছিলো বিভিন্ন দেশ।

অজ্ঞাত এক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আরও অনেক বিষয় নিয়েই আলোচনা বাকী রয়েছে। এগুলোর মধ্যে ইউরোপে থাকা রাশিয়ার সম্পদের অংশ নিয়েও কথা হতে পারে।

এরইমধ্যে সোমবার দেশটির উপর ইইউ নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বাড়িয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, দেশটিতে সম্ভাব্য অনেক বিষয়ের উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে গেছে। নতুন করে আপাতত আর কিছুর উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কিছু দেখছি না। আমি স্বীকার করছি আগেও এ বিষয়ে অনেকবার বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘খুব বেশি তেমন পণ্য আর বাকী নেই নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার মতো।’

নতুন করে প্রস্তারিত ১০টি প্যাকেজের আওতায় নিষেধাজ্ঞা জারি হলে রাশিয়ার ১১ বিলিয়ন ইউরো (১১.৭ বিলিয়ন ডলার) ক্ষতির সম্ভাবনা ছিল। পাশাপাশি উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য বিক্রির উপরেও নিষেধাজ্ঞার প্রস্তাব ছিলো এবারে। আর রপ্তানীযোগ্য নিষিদ্ধ পণের মধ্যে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী, লেজার, সফটওয়্যার, বিমানের যন্ত্রাংশ, মেরিন ক্যামেরাসহ বিরল ভূমি মাইন।  

আর ব্রাসেলস ৯টি প্যাকেজের আওতায় রাশিয়ার অর্থনৈতিক কিছু খাতসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এনবিএস/ওডে/সি