ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সামরিক বাহিনীর সদস্যদের পপি বীজ সমৃদ্ধ খাবার খেতে নিষেধ পেন্টাগনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

সামরিক বাহিনীর সদস্যদের পপি বীজ সমৃদ্ধ খাবার খেতে নিষেধ পেন্টাগনের

 সামরিক বাহিনীর সদস্যদের পপি বীজ সমৃদ্ধ খাবার খেতে নিষেধ পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গত সপ্তাহে এ বিষয়ে একটি মেমো জারি করেছে । মঙ্গলবার আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স গিলবার্ট  সিসনেরস স্বাক্ষরিত মেমোতে উল্লেখ করা হয়, সকল প্রকার খাদ্যপণ্য তা রান্নাকৃত হলেও যদি এই বীজের অস্তিত্ব থাকে তবে এখন থেকে তা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন আরও কোন তথ্য সামনে আসলে নীতিতে সংশোধনী আনা হবে।

১৯৯৮ ও ২০২২ সালের এক গবেষণায় দেখা যায়, পপি বীজ যুক্ত খাবার  ছিল যেসব মাদকাসক্তরা খেয়েছিলেন তাদের ড্রাগ টেষ্টের জন্য নেওয়া মূত্র পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসেনি।

কিছু বীজে কোডেইন মিশ্রিত থাকায় তা গ্রহনকারীর শরীরের কার্যকারিতা নষ্ট করে দেয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে পপি ছাড়াও মাফিন সেবনের  প্রবণতা দেখা যায় বলেও উল্লেখ করেন সিসনরেস। তাই প্রায়ই তাদের মাদক পরীক্ষার জন্য পাঠানো হয়ে থাকে।

এনবিএস/ওডে/সি