এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২২, ১১:০৫ এএম
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ ঐক্যবদ্ধ নয়: জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ নয় বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্সনিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, 'রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে।
ব্রিটেনের পক্ষ থেকেও একই ধরণের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকেও একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।'
গত ৪ মে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই দুই দেশ ২০২৪ সাল পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে।
তবে ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবের বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো দেশেরই প্রস্তুতি নেই। এ ধরণের সিদ্ধান্ত হলে তা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে