এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
ভয়ঙ্কর ভূমিকম্প তাজিকিস্তানে! বৃহস্পতিবার ভোরে কেঁপে উঠল এলাকা
তুরস্কের ভূমিকম্পের (Earthquake) দগদগে স্মৃতি এখনও টাটকা বিশ্ববাসীর মনে। এখনও সেখানে ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হচ্ছে জীবন্ত মানুষ। এরমধ্যেই এবার বৃহস্পতিবার ভোরে ভয়াবহ ভূমিকম্প হল পূর্ব তাজিকিস্তানে (Tajikistan)। তবে যে জায়গায় এটি ঘটেছে, সৌভাগ্যবশত সেখানে জনবসতি কম হওয়ায় বড়সড় কোনও দুর্ঘটনা হয়নি।
এদিন ভোরবেলা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছেন, বৃহস্পতিবার পূর্ব তাজিকিস্তানে বেশ তীব্র মাত্রাতেই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে মাটি থেকে প্রায় ২০.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
জানা গেছে, এর কেন্দ্রস্থল আফগানিস্তান ও চিনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে এলাকা। অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে ঘেরা। এখানে সাধারণ মানুষের বসবাস একেবারেই কম। তাই ভূমিকম্পের তীব্রতা অনেক থাকলেও জায়গাটি কম জনবহুল এবং ফাঁকা থাকার কারণে বড় বিপদ এড়ানো গেছে।
এদিকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গেছে দু’সপ্তাহেরও বেশি সময়। ঘর-বাড়ি, হাসপাতাল, অফিস ভেঙে পড়ে বিশাল ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে একাধিক শহর। আর এখনও সেই ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হচ্ছে অসংখ্য জীবিত মানুষকে। সূত্রের খবর, তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে এখনও পর্যন্ত ৫০ হাজারের কাছাকাছি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা, ধ্বংসস্তূপের তলায় এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে