ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

দাদিকে লেখা রাজা চার্লসের ছোটবেলার চিঠি নিলামে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

দাদিকে লেখা রাজা চার্লসের ছোটবেলার চিঠি নিলামে

 দাদিকে লেখা রাজা চার্লসের ছোটবেলার চিঠি নিলামে

রাজার ছয় বছর বয়সে লেখা যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারে আবিষ্কৃত এ চিঠিটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‘প্রিয় দাদি, তুমি অসুস্থ জেনে আমি ব্যাথিত। আশা করছি খুব শীঘ্র সুস্থ হয়ে উঠবে’এমনই কিছু আবেগঘন কথামালা সাজানো একপাশে লেখা চিঠিটি পাওয়া গেছে। এক জায়গায় স্পষ্ট করে লেখা বাকিংহাম প্যালেস আর সময়কাল উল্লেখ ছিল ১৫ মার্চ, ১৯৫৫। এটির আরেক প্বার্শে লেখা ‘অনেক ভালবাসা চার্লসের পক্ষ হতে।‘

একটি খামের ভেতরে চিঠিটি পাওয়া গেছে। রানীর মা দ্বিতীয় এলিজাবেথের কাছে চিঠিটি লেখা হয়েছিল। হানসনস নিলাম প্রতিষ্ঠানে মালিক চার্লস হানসন বৃহস্পতিবার সিএনএনকে জানান তিনি এই চিঠিটির বিক্রয়ের জন্য দায়িত্ব পেয়েছেন। আর এটির আনুমানিক নিলাম মুল্য ধরা হয়েছে ১০ হাজার ইউরো ১২ হাজার ডলার।  

বিক্রেতা বলেন, এটি আমার দাদা রোনাল্ড স্টকডেইলের কাছে সংরক্ষিত ছিল। আমার স্ত্রী চিঠির বিষয়ে জানার পর খুব বিস্মিত হয়েছেন।

তিনি জানান, তার দাদা স্টকডেইল মেট্রোপলিটন পুলিশে কাজ করতেন। তিনি রানীর নিরাপত্তা বাহিনীতে নিয়োজিত ছিলেন। ১৯৫০ সালের পর অবসর নিয়ে পারিবারিক কৃষি খামারে কাজ শুরু করেন তিনি। তার খামে এ চিঠিটি ধূলোর আস্তরণসহ ৩০ থেকে ৪০ বছর  ধরে সংরক্ষিত ছিল বলে মনে করা হচ্ছে। জন্মদিনের শুভেচ্ছাসহ স্টকডেইল এটি রানী ও রানীর মায়ের কাছ হতে হয়ত উপহার হিসেবে পেয়েছিলেন বলে তিনি মনে করছেন।

আরেকটি নোটে তিনি খুঁজে পান  তার দাদাকে বালমোরাল প্রাসাদে নাচের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটি আমন্ত্রণ পত্রও তিনি পেয়েছেন। যেটিতে রাজা ফিলিপ ও দ্বিতীয় এলিজাবেথের স্বাক্ষর ছিল।

চার্লসের লেখা আবিষ্কৃত এই চিঠিটি ৭ মার্চ বিক্রি করা হবে বলে জানিয়েছেন হানসন।

এনবিএস/ওডে/সি