ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত: মস্কো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মে, ২০২২, ১২:০৫ পিএম

ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত: মস্কো

ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত: মস্কো

রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার প্রেসিডেন্ট ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত রয়েছে সে কারণে ওয়াশিংটনকে যুদ্ধের জন্য অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা উচিত। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর দুমার প্রেসিডেন্ট এসব কথা বললেন।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদেরকে বলেছেন, এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়টি ফাঁস হলে হিতে বিপরীত হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি এ রিপোর্ট প্রকাশ করেছে। এর একদিন পর গতকাল ভিয়াচেস্লাভ ভলোদিন ইউক্রেন যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িত থাকার কথা জানালেন।

ভলোদিন টেলিগ্রামে দেয়া পোস্টে বলেছেন, “ইউক্রেন সংঘাতে আমেরিকা শত্রুতামূলক তৎপরতায় অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন গোপন তথ্য ফাঁস হওয়া বন্ধ করার ব্যবস্থা নিতে বলছেন যার অর্থ দাঁড়ায় ওয়াশিংটন স্বীকার করছে যে, তারা ইউক্রেন যুদ্ধে জড়িত।”

দুমার প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের নাজিবাদী সরকার শুধুমাত্র পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভর করছে না বরং তারা আমেরিকার গোয়েন্দা বাহিনীর সহযোগিতার ওপরও নির্ভর করছে।

ভলোদিন বলেন, ইউক্রেনের নাজি সরকার যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে আমেরিকা জড়িত এবং এ জন্য মার্কিন নেতৃত্বকেও জবাবদিহিতার আওতায় আনা দরকার।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে