ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে ডিপজল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে ডিপজল

 ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে ডিপজল

দিন দুয়েক আগে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তি প্রসঙ্গে আলোচিত খল অভিনেতা ডিপজল হিন্দি সিনেমাকে ‘অশ্লীল’ বলেছেন। তিনি বলেছেন, ‘হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে। হিন্দি সিনেমা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় না।’

এমন মন্তব্যের জন্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ডিপজলকে নিয়ে খবর প্রকাশ করেছে। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সম্প্রতি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশে হিন্দি ছবি মুক্তির বিষয়ে অনুমোদন দেয়।’

পত্রিকাটি আরো লিখেছে, ‘বাংলাদেশের ১৯টি চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একমত হয়েছেন যে, প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।’

এনবিএস/ওডে/সি