এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
আব্দুল আজিজের বইয়ের প্রচারে বইমেলায় পূজা চেরী
এসএ হক অলিকের অনুদানের ‘গলুই’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে পূজা চেরীর যে সখ্যতা গড়ে উঠেছিল, তার খরতাপ কাটিয়ে উঠতে তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইতে হয়েছে। ওই সময়টায় তিনি বুবলী ও অপু বিশ্বাসের কাছে ঈর্ষাম্বিত হয়ে উঠেছিলেন। কেউ কেউ বলেছেন, একজন সম্ভাবনাময় অভিনেত্রীর অপমৃত্যু হয়েছে।
কার্যত দেখা গেছে, শাকিব খানের সঙ্গে সখ্যতার বিষয়টি স্বীকার করে নেওয়ার পর পূজার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ পূজাকে দপ্তর থেকে বের করে দেন। এরপর দীর্ঘদিন আর কারো মুখে পূজার নাম উচ্চারিত হতে দেখা যায়নি। চুপ থাকেন তিনি নিজেও। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জাজের ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পূজা।
সেই ধারাবাহিকতায় জাজের কাছ থেকে ক্ষমা পেতে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের বইয়ের প্রচারে বইমেলায়ও একাধিক বার হাজির হয়েছেন এই অভিনেত্রী। কিন্তু শুক্রবার তিনি যখন বইমেলায় উপস্থিত হন তখন সেখানে উপস্থিত ছিলেন না আব্দুল আজিজ। তার দুদিন আগেও নতুন দুই ‘নায়িকা’কে নিয়ে বইমেলায় গিয়েছিলেন এই প্রযোজক।
সরেজমিনে দেখা গেছে, ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় পূজা চেরী বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনীর ৪৮৪ নাম্বার স্টলে বসে ছিলেন। কারণ এই স্টলে বিক্রি হচ্ছিল আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। স্টলে বসে অভিনেত্রী পাঠকদের সঙ্গে কথা বলেছেন, সেলফি তুলেছেন। এই স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচার করলেন তিনি।
ক’দিন আগে জাজের কাছে ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে যে পোস্টটি করেছিলেন সেখানে পূজা চেরী লিখেছিলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
এই প্রসঙ্গে জানতে চাইলে পূজা বললেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক।’
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন পূজা চেরী। এই প্রযোজনা প্রতিষ্ঠানের পর পর তিনটি ছবিতে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকমহলে পরিচিতি তৈরি করেন তিনি। এরপর এই প্রতিষ্ঠানের সঙ্গে তার দ্বন্দ্ব বাঁধে। তবে সম্প্রতি সকল রাগ ক্ষোভ ভুলে জাজের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটিও তাকে ক্ষমা করে দিয়েছে বলে প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে।
এনবিএস/ওডে/সি