এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
শরণার্থীদের বিষয়ে নতুন করে ভাবছে মেক্সিকো
সীমিতহারে শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে ভাবতে যাচ্ছে দেশটির এই সংক্রান্ত সহযোগী সংস্থা কোমার। এর আগে যুক্তরাষ্ট্র শরণার্থী ইস্যুতে যোগ্যতার মাপকাঠি বেধে দেওয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়ে।
সোমবার কোমার মেক্সিকোর দক্ষিণাঞ্চলের শরণার্থীদের জন্য একটি পাইলট প্রোগ্রামের আওতায় এ বিষয়কে আরও তরান্বিত করার উদ্যোগ নেয়। দেশটি হয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে যারা গিয়েছিলেন সেসব শরণার্থীদের আশ্রয় ইস্যুতে এ কর্মসূচী চালু করে কোমার।
সংস্থাটির প্রধান আন্দ্রেজ রামিরেজ জানান, এটির লক্ষ্য ছিল আপাতত দেশটির উত্তরে যেন ভ্রমণ করতে পারে তাদের জন্য সাময়িক ছাড়পত্র দেওয়া হয়েছে । এরইমধ্যে তাদের আবেদনের যাচাই বাছাই চলছিল।
কিন্তু মঙ্গলবার বাইডেনের এমন ঘোষণার পর এ নীতি থেকে সরে এসে বিকল্প উপায়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান রামিরেজ। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যারা কিনা দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে অন্য দেশ হয়ে প্রবেশের চেষ্টা করছে তাদের ব্যাপারে বিধিনিষেধ আসতে যাচ্ছে আগামী মে মাসে। তবে বৈধপথে যারা আশ্রয়ের খোঁজে আসছেন তাদের বিষয়টি ভাবা হবে।
তিনি আরও বলেন, বাইডেনের এমন নতুন শর্তে আমরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র যেভবে আশ্রয়ের জন্য এসব আবেদন বাতিল করছে তাতে বোঝা যাচ্ছে শরণার্থীদের জন্য মেক্সিকো একটি আকর্ষণীয় দেশ হতে চলেছে যেটি নিয়ে আমরা খুব চিন্তিত। আর এমন নতুন ঘোষণাটি মুহুর্তেই সব পরিবর্তন করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে গত বছর থেকেই ভেনিজুয়েলা, কিউবা, নিকারাগুয়া ও কলোম্বিয়া থেকে বেশী আবেদনের হিড়িক পড়েছে যা কিনা দেশটির অর্থনীতির জন্যও হুমকিস্বরুপ।
তবে এক সপ্তাহের এই কর্মসূচীতে দ্রুত আবেদন বাতিল হতে পারে এমন কোনো আভাস দেয়নি কোমার প্রধান। আবেদনকারীদের দেশে অবস্থান করেই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সংস্থাটির এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৩ হাজার আবেদন জমা পড়েছে। যা কিনা গত বছরর তুলনায় দ্বিগুণ। আর ২০২১ সালে ১ লাখ ৩০ হাজারের কাছাকাছি আবেদন জমা পড়ে বলে জানায় সংস্থাটি।
এনবিএস/ওডে/সি