ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

মারা গেছেন নায়িকা রুশার মা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

মারা গেছেন নায়িকা রুশার মা

মারা গেছেন নায়িকা রুশার মা

দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাবিহা রুশা। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। এমন সুসংবাদের মাঝেই এই নবাগতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কারণ, ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় মারা গেছেন তার মা।

তিনি জানান, দীর্ঘদিন মস্তিষ্কজনিত সমস্যায় ভুগে এদিন কেরানিগঞ্জের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কথা প্রসঙ্গে এই অভিনেত্রী আরো জানিয়েছেন, গত এক বছরে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে তার কাছে, কিন্তু তার মায়ের অসুস্থতার জন্য সেগুলো করতে পারেননি। কারণ তার মায়ের পুরো শরীর প্যারালাইজড হওয়ায় সব সময় তাকে কাছেই থাকতে হয়েছে।

সমাজের বিভিন্ন ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্ব ও  ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তোরে কত ভালোবাসি’।  এ সিনেমায় রুশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রোহিত। যিনি এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করছেন। এতে আরো অভিনয় করেছেন সাইফ খান, শাহ হুমাইয়ারা সুবাহ, শান্ত খান, রেবেকা, সুব্রত, শিবা শানু, রতন, জ্যাকি আলমগীর, দুলারী, চমক তারা, রোমিও, শ্যামল প্রমুখ।

এনবিএস/ওডে/সি