ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাবার নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন উরফি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

বাবার নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন উরফি

 বাবার নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন উরফি

সামাজিক মাধ্যমে নিয়মিত সমালোচিত হন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-র মাধ্যমে পরিচিতি পান তিনি। তবে কাজের জন্য তাকে নিয়ে কোনো আলোচনা হয় না। ‘অদ্ভূত ফ্যাশন’ ও বিতর্কিত মন্তব্য করে নিয়মিত সমালোচিত হন এই অভিনেত্রী। এবার জানালেন নিজের জীবনের কঠিন সময়ের কথা।

উরফি জানিয়েছেন, ছোটবেলা থেকেই বাবার হাতে শারিরিকভাবে নির্যাতিত হতেন তিনি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আত্মহত্যাও করতে চেয়েছিলেন। এমনকি তার মা ও অন্যান্য বোনদেরকেও অত্যাচার করতেন তার রক্ষণশীল বাবা।

তিনি বলেছেন, ‘আমার বাবা প্রচণ্ড রক্ষণশীল ছিলেন। আমাদেরকে প্রচণ্ড মারধর করতেন। আমার মা-কেও মারত, আর গালিগালাজ করাটা তো প্রতিদিনের ঘটনা ছিল। কেউ প্রতিদিন প্রস্টিটিউট বলবে, এই ভাবনা তাকে ভেতর থেকেই নাড়িয়ে দেয়। সহ্য করতে না পেরে বেশ কয়েকবার আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।’

উরফি আরো বলেন, ‘ছোটবেলায় অর্থাভাব আমার সঙ্গী ছিল। সেইসময় হাতে পয়সা থাকত না। তখন থেকে আমার মনে হত কোনো পুরুষের পেছনে নয়, মেয়েদের উচিত টাকার পেছনে ছোটা। নিজেকে কোনোদিন গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাইনি উরফি। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি, সব মেয়েরই তাই করা উচিত।’

এনবিএস/ওডে/সি