ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে চবিসাসের অবস্থান কর্মসূচি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে চবিসাসের অবস্থান কর্মসূচি

 সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে চবিসাসের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আগামীকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) কলম বিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে চবিসাস নেতৃবৃন্দ বলেন, গত ৯ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারসহ উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করেন। এসময় মারজান আক্তারের মুঠোফোনে ধারণকৃত চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করতে চাপ প্রয়োগ করেন ছাত্রলীগকর্মীরা। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এ ঘটনার বিচার চেয়ে দুই দফা আলটিমেটাম দেয় চবিসাস। এছাড়া হেনস্তার ভিডিও ফুটেজ ইতোমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুস্পষ্ট প্রমাণ থাকার পরও যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দীর্ঘসূত্রতা বিচারহীনতার নামান্তর। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনার বিচারের দাবিতে আগামীকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চবি সাংবাদিক সমিতি।

এনবিএস/ওডে/সি