সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং মারিয়ানো মারকোস স্টেট ইউনিভার্সিটি ফিলিপাইনস এর সাথে যৌথ গবেষণা, প্রকাশনা, স্টুডেন্ট-ফ্যাকাল্টি বিনিময় এবং একাডেমিক ও শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  উক্ত অনুষ্ঠানে এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক ড. ক্যাথরিন লি ছাড়াও মারিয়ানো মারকোস স্টেট ইউনিভার্সিটির পক্ষ হতে ড. শার্লি আগ্রুপিস, প্রেসিডেন্ট এবং এঞ্জেলিনা এব্রোজেনা, ডিন, বিজনেস, ইকোনমিকস ও একাউন্টেন্সি উপস্থিত ছিলেন।

news