পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর এক কৃষক ‘কালো মানিক’ নামের একটি বিশাল ষাঁড় উপহার দিতে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তবে নেত্রী এই উপহার গ্রহণ না করে তার জন্য শুধু দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে গরুটিকে নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে পৌঁছান কৃষক সোহাগ মৃধা। উপস্থিত বিএনপি নেতারা জানান, চেয়ারপারসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এই উপহার নেওয়া হবে না। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোহাগ জানান, ছয় বছর আগে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় কেনা গাভীর বাছুর থেকেই ‘কালো মানিক’-এর জন্ম। দীর্ঘ যত্নে আজ এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বিগত কুরবানির মৌসুমে গরুটির দাম উঠেছিল ১০ লাখ টাকা, তবে এবার দাম কমে যাওয়ায় সোহাগ সিদ্ধান্ত নেন, এটি আর বিক্রি করবেন না—বরং তাঁর প্রিয় নেত্রীকে উপহার দেবেন।
ঢাকায় পাঠাতে তিনি দুটি মিনি ট্রাক ভাড়া করেন, বানান ব্যানার ও আয়োজন করেন শোভাযাত্রা। গ্রামের মানুষ এতে অংশ নেয় উৎসবের মতো।
সোহাগ বলেন, “এটা লাভের হিসাব না, এটা ভালোবাসা। নেত্রী যদি গ্রহণ না-ও করেন, আমার মন থেকে ইচ্ছা ছিল তাকে কুরবানির গরু দিতে।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারাও জানান, সোহাগের ভালোবাসা নিঃস্বার্থ, যা আজকের রাজনীতিতে বিরল। তবে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে এমন উপহার গ্রহণ না করার নীতিতে অটল থেকে শুধু দোয়া কামনা করেছেন।


