মধ্য এশিয়ার দেশ **কাজাখস্তান** ১৪৪৬ হিজরি সনের **রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার** সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির **‘মুসলিম প্রশাসন’** এক মাস আগেই এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম **কাজিইনফরম ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি।  

প্রতিবেদনে বলা হয়েছে, **আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে** এবং **৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে**। মহিমান্বিত রাত **লাইলাতুল কদর ২৬ রমজান** অর্থাৎ **২৬ মার্চ সূর্যাস্তের পর শুরু হয়ে ২৭ মার্চ ভোর পর্যন্ত চলবে।  

ঈদুল আজহা** উপলক্ষে **কাজাখস্তানে ৬, ৭ ও ৮ জুন তিন দিনব্যাপী উদযাপন চলবে**। আন্তর্জাতিক **জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের** তথ্যের ভিত্তিতে এই তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ফতোয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, **নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে উল্লিখিত তারিখ একদিন আগে বা পরে হতে পারে**।  

মুসলিম কাউন্সিল অব এল্ডার্স** গত **৭-৮ অক্টোবর রাজধানী আস্তানায়** বিশ্ব ও ঐতিহ্যবাহী ধর্মীয় নেতাদের **২২তম সাধারণ অধিবেশনে** অংশ নিয়েছিল। এতে **২০টি দেশের ৩০ জনেরও বেশি ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।  

উল্লেখিত তারিখগুলো **চাঁদ দেখার ওপর নির্ভরশীল**, তাই পরিবর্তন হতে পারে।

news